থার্মোস্ট্যাট কি এর কাজ কি ফ্রিজ সার্ভিসিং শেখার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ থার্মোস্ট্যাট হলো ফ্রিজ/রেফ্রিজারেটরের একটি গুরুত্বপূর্ণ তাপনিন্ত্রক যন্ত্র। যা ফ্রিজের হিমায়িত তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে ফ্রিজের ভিতরের কুলিং সিস্টেম ঠিক রাখে। প্রতিটা ফ্রিজের একটি তাপমাত্রা নিয়ন্ত্রক ভলিউম/রেগুলেটর থাকে যা থার্মোস্ট্যাট বা তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র। তাহলে চলুন থার্মোস্ট্যাট কি থার্মোস্ট্যাট এর কাজ কি চিত্র সহকারে জেনেনি।
থার্মোস্ট্যাট কি :
Thermostat হলো ফ্রিজ/রেফ্রিজারেটরের নিয়ন্ত্রক ডিভাইস। যা সরাসরি ভাবে বা পরোক্ষভাবে ফ্রিজের প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখার জন্য এক বা একাধিক তাপ উৎসকে এবং ঠান্ডা রেখে কুলিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। ফ্রিজ/রেফ্রিজারেটরের কুলিং সিস্টেম অটোমেটিক করতে হলে থার্মোস্ট্যাট এর ভমিকা গুরুত্বপূর্ণ। থার্মোস্ট্যাট এমন একটি সংবেদনশীল যন্ত্র যা রেফ্রিজারেটরের তাপমাত্রা অটোমেটিক কনভার্টা করে থাকে।
থার্মোস্ট্যাট শব্দের অর্থ কি:
Thermostat শব্দের অর্থ হলো- থার্মো শব্দের অর্থ হচ্ছে তাপ আর তাপের সাহায্যে যার মাধ্যমে ইলেকট্রিক সার্কিট চালু এবং বন্ধ করা হয় তাকে থার্মোস্টেট বলে।
থার্মোস্টেট কত প্রকার কি:
কাজের উপর ভিত্তি করে থার্মোস্টেট প্রথমত ৩ প্রকার হয়ে থাকে যথা-
- হিটিং থার্মোস্টেট (Cooling Thermostat)
- কুলিং থার্মোস্টেট (Heating Thermostat)
- হিট এন্ড কুলিং থার্মোস্টেট (Heat & Cooling)
গঠন অনুসারে থার্মোস্টেট:
- বেলোজ টাইপ থার্মোস্টেট।
- বাইমেটাল টাইপ থার্মোস্টেট।
- ডিফারেনশিয়াল থার্মোস্টেট।
- রেঞ্জ এডজাস্টমেন্ট থার্মোস্টেট।
- অটোমেটিক ডিফ্রস্টিং থার্মোস্টেট।
- পুশ ডিফ্রস্টিং থার্মোস্টেট।
- থার্মোমিটার টাইপ থার্মোস্টেট।
- পোর্টেবল থার্মোস্টেট।
ফ্রিজ এসির থার্মোস্ট্যাট কি:
থার্মোস্ট্যাট যন্ত্রটি তাপমাত্রার পরিবর্তনকে পরিমাপ করে এবং ফ্রিজেরে কুলিং সিস্টেম কনভার্টা করে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। থার্মোস্ট্যাট ফ্রিজের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ে ফ্রিজ অন-অফ করতে পারে আবার ব্যবহার কারী থার্মোস্ট্যাট এর ভলিউম ঘুরিয়ে কুলিং সিস্টেম ঠিক নিধারর্ণ করতে পারে বর্তমানে সব থার্মোস্ট্যাট অটোমেটিং কুলিং সিস্টেম হিসাবে কাজ করে। এসির ক্ষেত্রেও থার্মোস্ট্যাট একই কাজ করে থাকে তবে আজ ফ্রিজ দিয়ে বোঝানো হয়েছে।
চিত্র : ফ্রিজের থার্মোস্ট্যাট রেগুলেটর
থার্মোস্ট্যাট এর কাজ কি :
ফ্রিজ/রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাট এর কাজ হলো ফ্রিজের কুলিং সিস্টেম নিয়ন্ত্রণ করা। অনেকই দেখেছেন ফ্রিজের ভিতরে/বাইরে একটা ভলিউম/রেগুলেটর থাকে যা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন আবার অটোমেটিক থার্মোস্ট্যাট অন-অফ করে নিয়ন্ত্রণ করে থাকে এটা থার্মোস্ট্যাট এর কাজ। ফ্রিজের অটো থার্মোস্ট্যাট প্রয়োজন মত তাপমাত্রা কুলিং হলে ফ্রিজ অফ করে দেয় আবার যখন ঠান্ডা দরকার হয় ফ্রিজ আবার চালু করে দেয়। অটো থার্মোস্ট্যাট এর কারণে ফ্রিজের বিদ্যুৎ খরচ অনেক কমে এসেছে। আপনার ফ্রিজের যদি থার্মোস্ট্যাট খারাপ হয়ে যায় তাহলে কুলিং সিস্টেম আর কাজ করবে না। ফলে ফ্রিজের ভিতরে বরফ জমতেই থাকবে অথবা আর জমবেই না। অনেক সময় দেখা যায় ফ্রিজে লাগাতার বরফ জমতে থাকে আবার ররফ জমে না এ সমস্যা ফ্রিজের থার্মোস্ট্যাট এর কারণে হয়ে থাকে।
ফ্রিজে থার্মোস্ট্যাট ব্যবহার :
থার্মোস্ট্যাট ফ্রিজ/রেফ্রিজারেটরের একটি ধারাবাহিক বিভাজন সংযোগ বিচ্ছিন্নকরণ যন্ত্র, যা তাপমাত্রা সুইচ, তাপমাত্রা রক্ষাকারী, তাপমাত্রা নিয়ামক, তাপমাত্রা নিয়ন্ত্রক, শক্তি-সংরক্ষণ করা, সরঞ্জাম অপারেশন নিয়ন্ত্রণ, সুইচ কুলিং কমান্ড হিসাবে কাজ করার জন্য থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। সুতরাং বোঝায় যায় থার্মোস্ট্যাট এর এর কাজ কি।
ফ্রিজে থার্মোস্ট্যাট লাগানোর নিয়ম :
ফ্রিজ/রেফ্রিজারেটরের থার্মোস্ট্যাট কানেকশন করা হয় ঠিক ফ্যান রেগুলেটরের মত করে। থার্মোস্ট্যাট এ কোন নেগেটিভ পজেটিভ নেই। থার্মোস্ট্যাট সিরিজ ভাবে কানেকশন করা থাকে ফলে তার উলট-পালট হলেও কোন সমস্যা নেই। তবে কোন কোন থার্মোস্ট্যাট এর তিনটা পা থাকে দুইটা কানেকশন এর মধ্যে একটা দিয় কারেন্ট ডুকে আরেকটা দিয়ে বের হয়। আর তৃতীয়টা হলো গাউন্ড বা অব্যবহৃত হিসাবে থাকবে।
ফ্রিজের থার্মোস্ট্যাট পরিক্ষার নিয়ম :
কন্টিনিউটি টেস্টারের সাহায্যে অথবা মিটারের কন্টিনিউটি সিলেক্ট করে ফ্রিজের রেগুলেটর বা থার্মোস্ট্যাট পরিক্ষা করা যায়। থার্মোস্ট্যাট এর দুই প্রান্তে মিটারের দুইটি প্রোব ধরলে মিটারের বা কন্টিনিউটি টেস্টারের লাইট জ্বলবে তাহলে বুঝতে হবে ভালো। আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে খারাপ। মোটকথা কেটে গেলে লাইন পাবেনা ফলে টেস্টারের লাইট জ্বলবেনা।
মোটকথা থার্মোস্ট্যাট এর কাজ হলো ফ্রিজের এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র করা। যখন যেমন তাপমাত্রা লাগবে আপনি ভলিউম ঘুরিয়ে নিয়ন্ত্রণ কারতে পারেন আবার আটোমেটি থার্মোস্ট্যাট ফ্রিজ অন করে কুলিং করে নিবে বা কুলিং বেশি হলো থার্মোস্ট্যাট ফ্রিজ বন্ধ করে তাপের Balance করে নিবে। উক্ত বিষয়ে কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট করুন। লিখাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
ফ্রিজ এসি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়:
- ভালো ফ্রিজ চেনার উপায় জানুন।
- কমদামে ভালো মানের ফ্রিজ কিনুন।
- ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা জানুন।
- ফ্রি এসি সার্ভিসিং কোর্স, ফ্রি প্রশিক্ষণ।
- এসির সমস্যা এবং সমাধান, এসি মেরামত।
- সর্বনিম্ন এসির দাম এসির মূল্য তালিকা জানুন।
- নতুন এসি কেনার আগে ১০টা বিষয় জানুন।
- কম্প্রেসার কি কাকে বলে কিভাবে কাজ করে।
- আউটডোর এসি সার্ভিসিং করার নিয়ম।
- ইনডোর এসি সার্ভিসিং করার নিয়ম।
- ফ্রিজে বরফ জমার কারণ জানুন।
- ফ্রিজে বরফ জমলে কি করবেন।
ডিপ ফ্রিজের থমোস্ট্যাট লাগানো নিয়ম কি? সরাসরি লাগিয়ে পাওয়ার অন করলেই কি হবে। এ্যাডজাস্টের বিষয় আছে কিনা? বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকবো।
যেভাবে আগের থর্মোস্ট্যাট লাগানো আছে ঠিক সেই ভাবে লাগতে পারেন। তবে পাওয়ার অফ করে লাগতে হবে। থর্মোস্ট্যাট সাধারণত ফ্যানের রেগুলেটরের মত সিরিজ করে লাগানো থাকে। সরাসরি লাগিয়ে পাওয়ার অন করলেই চলবে। পরে রেগুলেটর এডজাস্ট করতে পারবেন। ডিপ ফ্রিজের থর্মোস্ট্যাট লাগানোর বিষয় এত ছোট কথার মাধ্যমে বোঝানো সম্ভব নয়। আমি সময় পেলে এ বিষয়ে একটা আর্টিকেল পাবলিশ করবো.. আমার সাথেই থাকুন।
এসির থার্মেস্ট্যাট দেখতে কেমন একটা ভিডিও দিলে ভালো হতো
সাথেই থাকুন দেওয়া হবে ধন্যবাদ
হায় স্যার এসির থার্মোস্ট্যাট দেখতে কেমন যদি এ বিষয়ে একটা বিস্তারিত লেখা দিতেন অনেক ভালো হত।
এসির থার্মোস্ট্যাট নিয়ে পোস্ট দেওয়া হবে আমাদের সাথেই থাকুন।
আমার ফ্রিজে থারমোস্টেট নফ গুরালে চালু হয় কিছুখন চলার পর বন্ধ হয় ২ ঘন্টার বেশি বন্ধ থাকে কোন সময় অটো চালু হয় অথবা নফ গুরালে চালু হয় অন্য সব ঠিক আছে তা হলে সমস্যা টা কি ?
আপনার কথা পুরোটা বুঝতে পারিনি প্লিজ বুঝিয়ে বলুন অথবা গ্রুপে পোস্ট করুন
ভাইয়া আমার স্যমসং নন ফ্রস্ট ফ্রিজের ফ্রিজারে এভাপরেট চেম্বারে বরফ জমে কিন্তু গলে না.. ফলে মাছ মাংস জমে না বরং নষ্ট হয়ে যায়। তাই থার্মোস্ট্যাট খুলে চেক করেছি। ওটার দুটি কানেক্টরের সিরিজ লাইন ধরলে বাল্ব জ্বলে কিন্তু বরফ পানিতে থার্মোস্ট্যাটটির সেন্সর রাখলেও ২-৩ মিনিট পরেও সিরিজ বাল্ব নিভে না। তাই ধরে নিয়ে থার্মোস্ট্যাটটি ভাল নয়। আমি কি সঠিক? আর থার্মোস্ট্যাটটির দুটি পয়েন্টের কোন টাতে লাইন ইন/ফেস হবে, ১ নম্বর কানেক্টরে নাকি ২ নম্বরে? আমার টায় শুধু দুটিই কানেক্টর
প্লিজ ফ্রিজ ক্যাটাগরির আর্টিকেল গুলো ভালো ভাবে একবার পড়ে আসুন তারপর প্রশ্ন থাকলে করুন।
Assalamialaikum. Vai amar refrigerator er বিল onek beshi ওঠে amar ধারণা compressor sob somoi chole. Thermostat kaj korena. Kin2 asolei ki tai? R ice jome regulator a jetatei dei ak rokomi থাকে. Ami ki korbo sheta janale khushi hutam vai please
ওয়ালাইকুম আসসালাম, আপনার ফ্রিজ মনে হয় অনেক পুরোনো মডেলের পুরাতন ফ্রিজ তাই বিল বেশি আসে। পুরোনো ফ্রিজে এমন হয়ে খাকে, তবে যদি আপনার সমস্যা বলে মনে হয় তাহলে কোন টেকনিশিয়ান কে দেখাতে পারেন। ফ্রিজ না দেখে বাকি বলা যাচ্ছে না। আর টেকনিশিয়ান দেখানোর পর কি সমস্যা ছিলো আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ
কারেন্ট চলে গেলে ডিপ অংশে 30 মিনিটের মধ্যে পাশে এবং উপরে থাকা বরফ গলে পানি হয়ে নিচে পড়ে,, এতো তাড়াতাড়ি বরফ গলার কারন কি..? দয়া করে একটু জানাবেন.!
Nice Post
Thank You
হঠাৎ আমার মিশশুভিসি ফ্রিজ অটো বন্ধ হচ্ছেনা, নিচের নরমাল ঠাণ্ডা হচ্ছেনা, ডিপে কেরখের আওয়াজ করতেছে,,,,, এই সমস্যা কিসের??
গ্রুপে আপনার সমস্যাটি লিখে পোস্ট করুন।