রেগুলেটেড পাওয়ার আইসি ইলেকট্রনিক্স সার্কিটে রেগুলেটেড আইসির অনেক ব্যবহার দেখা যায়। আবার আমাদের হবিপ্রজেক্টের পাওয়ার-সোর্স যদি কারেন্ট হয় তাহলে রেগুলেটেড কারেন্ট হওয়া অত্যন্ত জরুরী। কারণ কারেন্ট ভোল্টেজ আপ-ডাউন হওয়ার সাথে সাথে ট্রান্সফরমার ভোল্টেজও আপ-ডাউন হতে থাকে। তখন সেনসিটিভ প্রজেক্ট বা ইলেকট্রনিক্স সার্কিটের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।
এজন্য পাওয়ার সাপ্লাইয়ের সাথে প্রয়োজন অনুসারে রেগুলেটেড পাওয়ার আইসি ব্যবহার করার দরকার হয়। সুতরাং ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে হলে রেগুলেটেড পাওয়ার আইসি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাই আজ আমরা রেগুলেটেড পাওয়ার আইসি সম্পর্কে বিস্তারিত জানবো।
78XX সিরিজ রেগুলেটেড পাওয়ার আইসির 78-এর পরের সংখ্যা দ্বারা আউট-পুট ভোল্টেজ এবং সর্বোচ্চ আউট-পুট কারেন্ট অ্যাম্পিয়ার বোঝায়। কোন সংখ্যা দ্বারা কত ভোল্টে কত অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট হবে এবং ইনপুটে সর্বোচ্চ কত ভোল্ট কারেন্ট দেওয়া যাবে, আউটপুটে কত ভোল্ট পাওয়া যাবে, তা টেবিলের ছকের মাধ্যমে পরিস্কার ভাবে বোঝানো হয়েছে। সুতরাং ছকটি ভালোভাবে মনোযোগের সাথে দেখুন এবং বোঝার চেষ্টা করুন।
78XX সিরিজ আইসির ইনপুট-আউটপুট কারেন্ট ভোল্টেজ রেটিং:
LM/AN-78XX Regulated I.C | Regulated Output Voltage Rating | Maximum Input Voltage Rating | Recommended Input Voltage Rating |
7805 | 5V | 25V | 8V-9V |
7809 | 9V | 25V | 9V-12V |
7812 | 12V | 30V | 12V-15V |
7815 | 15V | 30V | 15V-20V |
7824 | 24v | 38V | 25V-28V |
রেগুলেটেড পাওয়ার আইসি 78XX সিরিজ আইসির নম্বর দেখে আউটপুট কারেন্ট অ্যাম্পিয়ার কত হবে তা বোঝার সহজ উপায় হলো, মনে করুন আপনি 7805 নম্বরের একটি আইসি ক্রয় করলেন, তাহলে বুঝতে হবে 7805 আইসি আউটপুট 05 ভোল্ট এবং 1000mA কারেন্ট হবে। কারণ শুধু যদি 7805, 7809, 7812, 7815, 7824 হলে মধ্যে যদি কোন ইংরেজি বর্ণ না থাকে তাহলে বুঝতে হবে সে সব আইসির আউটপুট কারেন্ট অ্যাম্পিয়ার 1000mA।
Regulated Power ic circuit diagram
রেগুলেটেড পাওয়ার আইসি যদি 78C12 নম্বরের আইসি হয় তাহলে 12 ভোল্টের 400mA কারেন্ট আউটপুট হবে। আইসিতে 78XX -এর মিডিলের ইংরেজি বর্ণ দ্বারা অ্যাম্পিয়ার মান প্রকাশ করে সুতরাং 78XX -এর মিডিলের বর্ণটি মুখস্ত করে নিতে হবে অথবা ছক দেখে ক্রয় করতে হবে। আশা করছি নিচের ছকটি মনোযোগের সাথে দেখলে 78XX সিরিজের আইসিগুলোর আউটপুট কারেন্ট রেটিং পরিস্কার ভাবে বুঝতে পারবেন।
78XX সিরিজ আইসির আউটপুট কারেন্ট অ্যাম্পিয়ার রেটিং:
LM/AN-78XX Regulated I.C | Maximum Output Current Rating |
7809 | 1000mA |
78L09 | 100mA |
78C09 | 400mA |
78M09 | 500mA |
78S09 | 2000mA |
78T09 | 3000mA |
78H09 | 5000mA |
রেগুলেটেড পাওয়ার আইসি সম্পর্কে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা আর কিছু জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করতে ভূলবেন না। আর লাইক দিয়ে আমার ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইলেকট্রনিক্স আমি খুব ভালো বাসি আপনার সাইটের সব ইলেকট্রনিক্স নিয়ে লেখা গুলো আমার খব ভালো লেগছে ধন্যবাদ
আপনাকে স্বাগতম