বর্তমানে আমাদের ঘরোয়া টেকনোলজির মধ্যে ফ্রিজ অন্যতম ফ্রিজের সমস্যা ও সমাধান জানা। আমাদের নিত্যদিনের বেশি ব্যবহৃত একটি ইলেকট্রিক্যাল টেকনোলজির সমন্বয় হলো ফ্রিজ। আমরা ফ্রিজ ব্যবহার করি বিভিন্ন ধরনের খাবার সংরক্ষণের জন্য। ফ্রিজের মাধ্যমে আমরা নানান খাবার পণ্য অনেক দিন সংরক্ষন করতে পারি। যেমন- মাছ-মাংস, শাক-সব্জি ইত্যাদি কাচাঁ খাবার সংরক্ষণ করে বহুদিন রেখে তা খেতে পারি। এজন্য বলা যায় পারিবারিক বসবাসে ফ্রিজের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
আমরা প্রায় সবাই চাই আমাদের বাসায় একটা ফ্রিজ থাকুক, কারণ ঘরোয়া খাবার সংরক্ষনের জন্য ফ্রিজের বিকল্প আর কোন টেকনোলজি আমাদের জন্য সহজ লভ্য নয়। তাই আমাদের এই সার্ভিসিং টেকনোলজির একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হলো ফ্রিজ এবং এসি। ফ্রিজের বিভিন্ন সমস্যা নিয়ে এই ক্যাটাগরিতে ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে। আজকের প্রথম আর্টিক্যালে আমরা ফ্রিজের একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করবো। তাহলো হঠাৎ ফ্রিজ বন্ধ হলে কি করবেন।
হঠাৎ ফ্রিজ বন্ধ হলে কি করবেন :
ফ্রিজে আমরা বিভিন্ন ধরনের কাঁচা খাবার সংরক্ষণ করে থাকি। সুতরাং হঠাৎ যদি সেই খাবার সংরক্ষনের ফ্রিজটি বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে অনেক সমস্যার সমুখ্খীন হতে হয়। আর যদি সেই বন্ধ ফ্রিজটি তাড়াতাড়ি করে চালু না করা যায়। তাহলে আমারদের সংরক্ষিত কাঁচা খাবার গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়।
এজন্য ফ্রিজ বন্ধ হলে তাৎক্ষনিক কি করতে পারেন সে বিষয় গুলো জেনেনি। তবে আশা করছি ফ্রিজের প্রতিটা বিষয় এবং প্রতিটা সমস্যার সমাধান নিয়ে আমাদের নিয়মিত সার্ভিসিং টিপস্ থাকবে আমাদের এই ওয়েবসাইটে। সুতরাং টেকনোলজির প্রতিটা সমস্যার সমাধান বিষয়ে জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন।
Fridge problems Repair technician
প্রয়োজনীয় সার্ভিসিং টুলস্ সমূহ:
- নাট খোলার জন্য একটা স্টার স্ক্রু ড্রাইভার ।
- কারেন্ট চেক করার জন্য একটা এসি কারেন্ট টেস্টার।
- ভিভিন্ন চেক করার জন্য একটা মাল্টিমিটার।
হঠাৎ ফ্রিজ বন্ধ হলে করণীয় :
হঠাৎ ফ্রিজ বন্ধ হলে নিচের কিছু ধাপ অনুসারে পরিক্ষা করে কাজ করতে থাকুন :
প্রথম ধাপ- সবার আগে ফ্রিজের সমস্যা ও সমাধান জানতে আপনি আপনার ফ্রিজের এসি কম্মাইন বক্স চেক করুন। একটা মাল্টিমিটার অথবা টেস্টারের সাহায্যে ফ্রিজের পাওয়ার সংযোগের কম্মাইন বক্স চেক করুন। কম্মাইন বক্স হলো যেখানে ফ্রিজের এসি প্লাগ লাগানো থাকে সেই সুইচ বক্স। যেখানে একটা ফিউজ থাকে এবং একটা ইন্ডিকেটর থাকে,
ফিউজ অনেক সময় কেটে যায় ফলে ফ্রিজে এসি বা কারেন্ট সাপ্লাই হয়না, ফলে ফ্রিজ অন হয়না। কম্মাইন বক্সের ফিউজটি অতি সাবধানতার সাথে খুলে পরিক্ষা করে নিতে হবে। যদি ফিউজ সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে এখানে ক্লিক করুন। তারপর দেখতে হবে কারেন্ট সাপ্লাই ঠিকমত পাচ্ছে কি-না।
চিত্র: ফ্রিজের কম্মাইন বক্স
দ্বিতীয় ধাপ- অনেকের ফ্রিজে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয়। ফলে অনেক সময় দেখা যায় ভোল্টেজ স্টাবিলাইজারের কারণে ফ্রিজ অন হয়না অর্থাৎ ভোল্টেজ স্টাবিলাইজারে সমস্যা থাকতে পারে। হঠাৎ ফ্রিজ বন্ধ হয়ে গেলে ভোল্টেজ স্টাবিলাইজার থেকে ফ্রিজের তার খুলে সরাসরি এসি কম্মাইন বক্সে প্লাগিন করতে হবে।
যদি স্টাবিলাইজারের সমস্যা থাকে তাহলে সাথে সাথে ফ্রিজ অন হয়ে যাবে। (ভোল্টেজ স্টাবিলাইজার সম্পর্কে অন্য একটা আর্টিক্যালে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে) আর যদি ভোল্টেজ স্টাবিলাইজার ঠিক থাকার পরেও ফ্রিজ চালু না হয় তাহলে তৃতীয় ধাপে কাজ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে ভোল্টেজ স্টাবিলাইজারে ডিলে অপশন থাকে।
ডিলে অপশন এর কাজ হলো ফ্রিজে কিছুক্ষন পরে কারেন্ট সাপ্লাই করা। তাই ভোল্টেজ স্টাবিলাইজারের মাধ্যমে ফ্রিজ অন করলে কিছু সময় অপেক্ষা করতে হবে, যেমন ১-৫ মিনিট হতে পারে তা ডিলে অপশনের সেটিং এর উপর নির্ভর করবে যে কতক্ষন পর ফ্রিজ অন হবে।
চিত্র: ভোল্টেজ স্টাবিলাইজার
তৃতীয় ধাপ- ফ্রিজের কম্মাইন বক্সের সব কিছু ঠিক আছে, ভোল্টেজ স্টাবিলাইজার ঠিক আছে, তার পরেও যদি ফ্রিজ অন না হয়, তাহলে আপনাকে ফ্রিজের পেছনের কম্পোসারের কাভার থাকলে সাবধানতার সাথে খুলে নিতে হবে। ভয়ের কোন কারণ নেই তবে কারেন্ট সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে। কারেন্ট সম্পর্কে বেসিক নলেজ না থাকলে আপনার দ্বারা উক্ত পরিক্ষা করা সম্ভব নয়।
কারেন্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। ফ্রিজের কাভার খোলার পরে আপনি ফ্রিজের কম্পোসার দেখতে পাবেন। যার সাথে একটা রিলে লাগানো আছে তবে নতুন মডেলের ফ্রিজে রিলের সাথে ক্যাপাসিটর থাকে। যাই হোক ক্যাপসিটর নিয়ে পরে আলোচনা করবো। কম্পোসারের সাথে লাগনো রিলেটি টেনে খুলে ফেলুন। রিলে কম্পোসারের সাথে তিনটা কানেশন থাকে অপর সাইডে এসির দুইটা সংযোগ থাকে। চিত্রটি ভালোভাবে লক্ষ করলে বুঝতে পারবেন।
চতুর্থ ধাপ- রিলে খুলে ফেলার পর আপনি রিলেটিকে ঝাকুনি দিয়ে দেখবেন রিলের ভিতর থেকে ঝন ঝন আওয়াজ আসছে কি-না। যদি ঝন ঝন আওয়াজ আসে তাহলে বুঝতে হবে আপনার ফ্রিজের রিলেটি কেটে/পুড়ে গিয়েছে। আর যদি রিলে ঠিক থাকে তাহলে আপনাকে আগে রিলে পর্যন্ত কারেন্ট আসার কর্টটি মিটারের কনটিউনিটি সিলেক্ট করে কর্টের দুইটা তার পরিক্ষা করে নিতে হবে।
চিত্র: ফ্রিজের রিলে
কারণ অনেক সময় পাওয়ার কর্টের তার ভিতরে পুড়ে থাকে। যদি দুইটা তার ঠিক থাকে তাহলে রিলে পরিক্ষা করতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে রিলের সমস্যা হয়ে থাকে যেটা পরিবর্তন করলে ফ্রিজ ঠিক হয়ে যায়। বাজারে রিলের দাম বেশি না দরকার হলে একটা নতুন রিলে কিনে পরিবর্তন করে দেখতে হবে।
চিত্র: ফ্রিজের কম্প্রেসার
ফ্রিজের রিলে কি ?
রিলে হলো একটা ইলেকট্রিক সুইচ যেটা কারেন্ট প্রবাহ করলে কম্পোসরের তিনটা পিন স্টাটিং-রানিং-কমন এর মধ্যে স্টাটিং ও রানিংকে সুইচিং করে কম্পোসরকে অন করে দেওয়াই রিলের কাজ। রিলে সুইচিং এর মাধ্যমে ফ্রিজের কম্পোসর অন করে থাকে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে রিলের অনেক ব্যবহার রয়েছে। রিলে নিয়ে বিস্তারিত একটা আর্টিক্যাল থাকবে। তাই নিয়মিত ই-মেকার-বিডি ওয়েবসাইটটে খোঁজ করুন আপনার সকল সমস্যার সমাধান এখানেই পাবেন।
পঞ্চম ধাপ- রিলে ছাড়া ফ্রিজ অন করে বুঝে নিতে পারেন আপনার ফ্রিজের রিলে সমস্যা আছে কি-না? আপনি যদি মনে করেন রিলে ছাড়া ফ্রিজ অন করবেন তাহলে রিলে খুলে ফেলুন। তারপর রিলের সাথে লাগালে এসি কর্ট এর নিউটল এবং ফেজ তার কম্পোসরের কমনের সাথে একটা আর রানিং এর সাথে একটা সংযোগ ভালোভাবে দিয়ে স্টাটিং ও রানিং কে টেস্টার দিয়ে একসাথে টার্চ করলেই আপনার ফ্রিজের কম্পোসর চালু হয়ে যাবে। তবে অনেক রিস্ক আছে আপনার যদি কারেন্ট সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে এটা দক্ষতা ছাড়া সবার দ্বারা করা সম্ভব নয়।
আপনাদের যে পাঁচটা ধাপে কাজ করতে বললাম তা সবার পক্ষে করা সম্ভব নয়। তবে যেগুলো বাইরের কাজ সেগুলো সবাই করতে পারেন । এগুলো করার আগে অবশ্যই কারেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। নতুবা কারেন্ট শক্ খাওয়ার সম্ভাবনা থাকবে।
তবে যারা প্রফেশনাল ফ্রিজের মেকার হতে চান তাদের এগুলো করতেই হবে সুতরাং সাবধানতার সাথে প্যাকটিস করতে থাকুন। ফ্রিজের সমস্যা সমাধান করা তেমন কোন জটিল বিষয় নয়। তার পরেও ফ্রিজের সমস্যা সমূহ আমাদের অজানা বিষয় এজন্য অনেক টাকার খরচে পড়তে হয়।
ফ্রিজের বিভিন্ন সমস্যা সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে ভূলবেন না। আর ফ্রিজের প্রতিটা বিষয় আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন। এরপরে আমরা জানবো ফ্রিজের কম্পোসর ভালো কি-না খারাপ পরিক্ষা করার নিয়ম এবং থার্মোষ্টাডের বিভিন্ন সমস্যা সমূহ ও ফ্রিজের গ্যাস শেষ হয়ে গেল কিভাবে বুঝবেন সমাধান সহকারে বিস্তারিত।
খুব ভালো হয়েছে ভাই
Thank u
ভাই ফ্রিজের বডিতে কারেন্ট দেখালে কি করব? কি সমস্যা? কি করে বুঝবো?
ফ্রিজের বডি সাথে একটা গ্রাউন্ড তার লাগিয়ে মাটির সাথে আর্তিং সংযোগ করে দিন অথবা আপনার বাড়িতে যদি আলাদা আর্তিং লাইন থাকে তার সাথে সংযোগ করে দিন।
ভাই স্টেবিলাইজার এ নরমাল সাথে প্রোটেকটিং হচ্ছে আউটপুট h চিন্হ আসতেছে।। কি করনীয়।।
আপনার কথা বুঝতে পারলাম না। একটু পরিস্কার করে বুঝিয়ে বলুন
ভাই আমার ফ্রিজ এর দরজা খুললেই আমার কাট আউট কেটে যায়,……..কেনো এমন হয় ???
আপনার ফ্রিজে শর্ট আছে.. তাই যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজের টেকনিশিয়ান কে আপনার ফ্রিজ দেখান অথবা নিকটের কোন সার্ভিস সেন্টারে নিয়ে যেতে পারেন।
আজকে ফ্রিজ পরিষ্কার করার পর ফ্রিজ অন হচ্ছে না।অন হলেও ১ মিনিট থেকে বন্ধ হয়ে যাচ্ছে।আর কম্প্রেসার গরম হয়ে আছে।কি করণীয়?
আপনার যদি ভোল্টেজ স্টেবিলাইজার থাকে তাহলে সেটা পরিক্ষা করুন, তারপরেও যদি না হয়.. তাহলে নিকটের কোন ফ্রিজ সার্ভিস সেন্টারে নিয়ে যান। কারণ, পরিক্ষা না করে, না দেখে, বলা সম্ভব নয় যে, কিসের সমস্যা হয়েছে।
অনেক ভালো একটা সম্পূর্ণ বিষয় ছিলো অনেক কিছু জানলাম ধন্যবাদ
আপনাকে স্বাগতম
ভাই আমার ডিব ফি্রজ ঠান্ডা হয় কিন্তুু বরপ হচেছ না করনিয় কি??
আমার মনে হয় ফ্রিজের গ্যাসের সমস্যা হয়েছে গ্যাস পরিক্ষা করে দেখুন। আবার দেখুন ফ্রিজের কাভার থেকে বাতাস বের হচ্ছে কি-না। আসল ব্যাপারটা না দেখে বোঝাতো যায় না
আমার ফ্রীজটিতে কারেন্ট আছে। লাইট জলে।কিন্তু ফ্রীজ চলেনা, কিছুক্ষন পরপর চট চট করে শব্দ হচ্ছে। এখন কুি করনীয়?
উক্ত সমস্যাটি আপনি ঠিক করতে পারবেন না মেরামত করতে গেলে সমস্যায় পড়বেন তাই নিকটতস্ত ফিজের টেকনিশিয়ানকে দেখান।
Nic………
Thank you
ভাই আমার ফ্রিজটিতে ডিপ ঠান্ডা হচ্ছে, কিন্তু বরফ জমছে না। সেক্ষেত্রে কি করণীয়
ফ্রিজে বরফ না জামার কারণ নিয়েে বিস্তারিতে একটা আর্টিকেল আছে সেটা কষ্ট করে দেখুন
ভাই, আমার ফ্রিজটা মেকানিক এসে কম্প্রেসারে গ্যাস লোড, রিলে পরিবর্তন, প্রেসার দিয়ে লিকেজ চেক সহ সব কাজ করে থার্মোস্টার ৩ এ দিয়ে চালু করে দিয়ে গেছে। বরফ, ঠান্ডা সবেই ঠিক আছে, কিন্তু কোন অবস্থাতেই কম্প্রেসার অফ হচ্ছে না। আর কম্প্রেসারের সংযুক্ত ঠান্ডা পাইপের গায়ে ঠান্ডা পানি ঘামতেছে। সমাধান কি একটু জানালে কৃতজ্ঞ থাকবো।
আপনার ফ্রিজ সম্পর্কে টেকনিশিয়ান এর কাছে জেনে নিলে ভালো হয় কারণ আপনার ফ্রিজ সম্পর্কে সে সব কিছু জানে
আমার ফ্রিজ হঠাৎ শব্দ করে আগুন ধরে বন্ধ হয়ে গেছে কি ধরনের সমস্যা হতে পারে জানাবেন।
আগুন কোথা ধরেছে ? কম্মাইন ফ্রিউজে?? তারে??,, কম্পোসারে ?? ঠিক ভাবে দেখুন,, তারপর ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করুন
অনেক ভালো একটি জিনিস সম্পূর্ণ বিষয়ই ছিল জেনে খুবই উপকৃত হলাম
Thank you