কম্পিউটার চালু হচ্ছে না? সাধারণ কয়েকটা উপায়ে সেরে নিতে পারেন আপনার কাজের কম্পিউটারটি। বেশির ভাগ পিসির হার্ডওয়ার জনিত সমস্যার কারণে কম্পিউটার চালু হয় না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি সেই সমস্যা যার কারণে কম্পিউটার অন হয় না। সাধরণত চারটি কারণে কম্পিউটার বন্ধ হয়ে অন হয় না। যেগুলো সমস্যা সঠিক পর্যাবেক্ষন করে আপনার কম্পিউটারটি সহজেই সেরে নিতে পারেন।
সূচীপত্র
পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা:
আপনার কম্পিউটারের যদি কখনো পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয় তাহলে কম্পিউটার একে বারে বন্ধ হয়ে যাবে। এজন্য পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি-না, তার সব আউটপুট ভোল্টেজ ঠিক আছে কি-না পরিক্ষা করুন। দরকার হলে অন্য একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখুন এবং প্রয়োজনীয় সব ক্যাবল শক্ত ভাবে লাগানো আছে কি-না চেক করুন। প্রয়োজনে খুলে আবার শক্ত করে লাগিয়ে দিন।
পাওয়ার বাটনের সমস্যা:
অনেক সময় দেখা যায় কেসিং এর সামনে থাকা পাওয়ার বাটন বেশি দিনের পুরোনো বা বেশি ব্যবহারের কারণে বাটনের টাচ প্লেট ঠিক মত আর কাজ করে না। ফলে যতই পাওয়ার বাটন প্রেস করেন না কেন পিসি কখনোই অন হয় না। এজন্য আপনি পিসি কেসিং এর পাওয়ার বাটন পরীক্ষা করুন। দরকার হলে লাগানো অবস্থায় পাওয়ার বাটনটি টেস্টার দিয়ে শর্ট করে দেখুন চালু হয় কি-না। চালু হলে বুঝতে হবে বাটনের সমস্যা হয়েছে, পরিবর্তন করে নিন।
(RAM) র্যামের সমস্যা:
পিসির ভিতরে থাকা ইন্টারনাল স্পীকার একের অধিক বীপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যামের সমস্যা। এক্ষেত্রে প্রথমে র্যামটি খুলে ভালো ভাবে থিনার দিয়ে পরিস্কার করতে হবে। প্রয়োজনে র্যাম পরিবর্তন করে নতুন বা অন্য র্যাম লাগিয়ে দেখতে হবে।
পিসি প্রসেসর এর সমস্যা:
কম্পিউটারের চালিকা শক্তি প্রসেসর ঠিকমতো বসানো আছে কি-না বা লুজ হয়েছে কি-না দেখুন। তার আগে কুলিং ফ্যান চেক করুন ফ্যান ও গতি ঠিক আছে কি-না। সম্ভব হলে প্রসেসর পরিবর্তন করে দেখুন পিসি অন করে কুলিং ফ্যানের গতি পরিক্ষা করুন। আশা করছি আপনার সমস্যার পুরো সমাধান পেয়ে যাবেন।
আগের কয়েকটি আর্টিকেলে কম্পিউটার চালু হচ্ছে না এর সমাধান দিয়েছি। আরো বিস্তারিত জানার দরকার হলে সেই আর্টিকেল গুলো আবার পড়ে নিন। কারণ সেগুলোতে অনেক গভীর ভাবে পাওয়া সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
এখানে অনেক কিছু শিখুন:
- কম্পিউটার কি, কিভাবে কাজ করে, কি কি কাজে ব্যবহার হয়
- মাদারবোর্ড কি কাকে বলে, কত প্রকার, মাদারবোর্ড পরিচিতি
- উইন্ডোজ 7 সেটআপ দেয়ার নিয়ম, সব উইন্ডোজ ইনস্টল পদ্ধতি
- হার্ডডিস্ক পার্টিশন করার পদ্ধতি ও ফরম্যাট করার নিয়ম শিখুন
- কম্পিউটারের শর্টকাট কমান্ড, কিবোর্ডের শর্টকাট কমান্ড শিখুন
- কম্পিউটার হার্ডওয়্যার কি, মাদারবোর্ড এর কয়টি অংশ কি কি
- বায়োস কি কাজ কি পূর্ণরূপ, বায়োসে কিভাবে প্রবেশ করতে হয়
- মাইক্রোসফট্ অফিস শেখার সহজ উপায়, অ্যাপ্লিকেশন কোর্স
- কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কি কি, মেমরির প্রকারভেদ
- অপারেটিং সিস্টেম কত প্রকার কি, অপারেটিং সিস্টেমের কাজ কি
- সফট্ওয়্যার এর প্রকারভেদ, সফট্ওয়্যার কত প্রকার কি কি
- কম্পিউটার এর প্রকারভেদ, ডিজিটাল কম্পিউটার কয় প্রকার কি
আমার কম্পিউটার ঠিক এমন সমস্যা হছ্ছে আমি তো এত কিছু করতে পারব না আপনি ঠিক করে দিবেন
রিস্ক নেওয়ার দরকার নেই আপনি কাছের কোন সার্ভিস সেন্টারে দেখাতে পারেন