ল্যাপটপ চার্জ হচ্ছে না? আপনার ল্যাপটপে যদি চার্জিং জনিত সমস্যা হয়ে থাকে যেমন- ল্যাপটপ নট চার্জিং জনিত সমস্যা বা ফুল চার্জ না হওয়া জনিত সমস্যা ইত্যাদি। যদি আপনি ল্যাপটপের চার্জিং জনিত উক্ত সমস্যায় পড়ে থাকেন তাহলে নিচের নিয়মে আপনার ল্যাপটপটি চার্জ জনিত ঝামেলা সেরা নিতে পারেন। নিচে আমি প্রতিটা বিষয় যেভাবে ছবি সহকারে ধাপে ধাপে করেছি ঠিক সেই ভাবে আপনি কাজ করলে আশা করছি আপনার ল্যাপটপের নট চার্জিং জনিত সমস্যার সমাধান হয়ে যাবে।
ল্যাপটপ পাওয়ার সাট ডাউন :
প্রথম ধাপ: আপনার কাজের ল্যাপটপে যদি চার্জ নাহয় বা ফুল চার্জ নাহয় বা নট চার্জিং জনিত সমস্যা হয়, তাহলে ল্যাপটপটি নিচে দেওয়া ছবি দেখে সাট ডাউন বা পাওয়ার অফ করে নিতে হবে।
ডিসকানেক্ট চার্জিং কানেক্টর :
দ্বিতীয় ধাপ: ল্যাপটপের এডাপ্টার বা চার্জার কানেক্টর নিচের ছবির মত করে ডিসকানেক্ট করে নিতে হবে।
ল্যাপটপের ব্যাটারী খোলা:
তৃতীয় ধাপ: ল্যাপটপের ব্যাটারী ল্যাপটপ থেকে খুলে ফেলতে হবে, যেন আপনার ল্যাপটপ শুধু মাত্র এডাপ্টার বা চার্জার দিয়ে চালানো যায়।
রি-কানেক্ট চার্জিং কানেক্টর:
চতুর্থ ধাপ: ব্যাটারী ছাড়া ল্যাপটপ চালু করার জন্য আবার চার্জার বা এডাপ্টার এর কানেক্টর ল্যাপটপে নিচের ছবির মত করে আবার লাগাতে হবে।
ল্যাপটপের পাওয়ার অন করা :
পঞ্চম ধাপ: তারপর আবার ব্যাটারী ছাড়া ল্যাপটপটি চালু করতে হবে, দিয়ে নিচের নিয়মে ল্যাপটপের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে।
কন্ট্রোল ডিভাইস ম্যানেজার:
ষষ্ঠ ধাপ: তারপর ল্যাপটপের কনট্রোল প্যানেলে প্রবেশ করে ডিভাইস ম্যানেজার পাবেন, সেখানে চার্জিং ডিভাইসের সফ্টওয়ার থাকবে, যেখান থেকে ব্যাটারী অপশনে হোবার করতে হবে।
অন-ইনস্টল এসি এসিপিআই:
সপ্তম ধাপ: ল্যাপটপের ডিভাইস ম্যানেজারে প্রবেশ করে ব্যাটারীজ অপশনে গেলে উপরে দুইটা আপশন পাওয়া যাবে ১. এসি এডপ্টার ২. এসিপিআই কন্ট্রোল সেটা অন ইনস্টল করে দিতে হবে।
ল্যাপটপ পওয়ার রি-সাট ডাউন :
অষ্টম ধাপ: তারপর ল্যাপটপকে আবার রি-সাট ডাউন বা বন্ধ করে দিয়ে নিচের কয়েকটা স্টেপ ঠিক ভাবে করে নিতে হবে।
রি-ডিসকানেক্ট চার্জিং কানেক্টর:
নবম ধাপ: তারপর ল্যাপটপ থেকে আবার এডাপ্টার বা চার্জার খুলে ফেলতে হবে যেন ল্যাপটপে আর কোন পাওয়ার সংযোগ না থাকে।
ল্যাপটপের ব্যাটারী লাগানো:
দশম ধাপ: অতপর উপরের সব কাজ গুলো হয়ে গেলে ল্যাপটপটি ফাইনাল সেটিং করার জন্য ব্যাটারী ও চার্জার লাগিয়ে ল্যাপটপের পাওয়ার অন করতে হবে।
রি-কানেক্ট চার্জিং কানেক্টর:
১১তম ধাপ: ল্যাপটপ অন করে চার্জার কানেক্ট করা মাত্র যেগুলো অন-ইনস্টল করেছেন সেগুলো নতুন ভাবে আবার সেটআপ হয়ে যাবে। তাই চার্জিং কানেক্টর আবার রি-কানেক্ট করুন।
ল্যাপটপের পাওয়ার স্টার্ট :
১২তম ধাপ: এবার ল্যাপটপের পাওয়ার বাটন প্রেস করা মাত্র ল্যাপটপ চালু হয়ে যাবে দিয়ে কিছু সময় নিয়ে এসি এডপ্টার ও এসিপিআই কন্ট্রোল অটোমেটিক সেটআপ হয়ে যাবে।
পুনরায় ল্যাপটপ চার্জের নিয়ম :
উপরের নিয়ম ফলো করে পুনরায় ল্যাপটপ ফুল চার্জ করে নিতে হবে। ল্যাপটপ চালু করার পর মিনিমাম তিনবার চার্জ শেষ করে ফুল চার্জ করতে হবে। ব্যাটারির চার্জ পুরোপুরি নিষ্কাশন করতে হবে এবং প্রায় ৩ বার রিচার্জ করুন।
[বি: দ্র: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে, চার্জের মধ্যে ল্যাপটপ ও ব্যাটারিকে ঘরের তাপমাত্রায় শীতল রাখতে হবে বা ঠিক টেম্পারেচারে ল্যাপটপ চার্জ করতে হবে, যেমন-কুলিং ফ্যান ব্যবহার বা এসি রুমে চার্জ করতে হবে]
আপনি যদি উপরের নিয়মে ল্যাপটপ চার্জ সমস্যার সমাধান বা ল্যাপটপ নট চার্জিং সমাধান করতে না পারেন, তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন সম্ভব হলে নিচে আপনার কমেন্ট এর উওর দেওয়ার চেষ্টা করব। আর লেখাটি আপনার কাজে আসলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভূলবেন না।
লেখাটা ভালো হয়েছে স্যার
Thank you
ধন্যবাদ স্যার আমার ল্যাপটপের চার্জিং সমস্যা ঠিক হয়েছে
কমেন্ট করার জন্য ধন্যবাদ
Helpfull artical thenk you
Thank you
ল্যাপটপের চার্জ থাকছে না কি করা যায?
আপনার ল্যাপটপের বাটারীটা পরিবর্তন করে দেখুন সহজ ব্যাপার ভাই
Thank you sir
Welcome
চার্জার সমস্যার কারণে ল্যাপটপে চার্জ না হলে চার্জাার ঠিক করা যাবে?
চার্জার ঠিক করার চেষ্টা করার দরকার নাই পারলে অন্য চার্জার দিয়ে টাস্ট করুন অথবা নতুন চার্জার কিনুন।
Nice Helpfull artical thank you
Welcome
ল্যাপটপের চার্জিং পিন কোথায় কিনতে পাওয়া যাবে?
সার্ভিসিং পাটস্ আপনার শহরের কোথায় পাওয়া যায় খোঁজ করলে পেয়ে যাবেন। ধন্যবাদ
আমার dell laptop চার্জ দেখাচ্ছে কিন্তু ব্যাটারীর মধ্যে চার্জ জমা হয় না। তার জন্য কি করতে পারি।
আপনি আর্টিকেলটা পডুন তাহলে আপনার সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ
ব্যাটারীর সমস্যা থাকলে কি ল্যাপটপে চার্জ হবে?
চার্জারের সমস্যা আছে কি-না দেখুন তারপর ব্যাটারী টা পরিক্ষা করে দেখুন
Good artical for laptop service infomation
Thank You
Kaj hoy ni..
Amr laptop betry kular por on hoy tik e but apnar way te kaj korar por 1% o charge hoy ni…
ব্যাটারী ও চার্জার এডাপ্টার পরীক্ষা করেছেন? মোটকথা সবার ল্যাপটপে একই ধরণের সমস্যা হয় না.. আপনি আমাদের গ্রুপে আপনার সমস্যাটি নিয়ে একটা পোস্ট দিন, আশা করছি সমাধান পাবেন
আমার লেপটবে চার্জার কানেক্ট করলে ২ মিনিট পর্যন্ত চার্জ হয়। তারপর কানেক্ট আর ডিসকানেক্ট সমস্যা। ব্যাটারি খুলে চার্জ দিলে ২ মিনিট পর সেট বন্ধ হয়ে যায়। কি সমস্যা একটু বলবেন প্লিজ।
আপনার সমস্যা যেকোন কানেক্টরে থাকতে পারে.. সব কানেক্টর গুলো ভালোভাবে পরিক্ষা করুন
Sir খুব ভালো টিপস।আমার dell ল্যাপটপ যখন ব্যাটারি থাকা অবস্থায় প্লাগ on করি সঙ্গে সঙ্গে adaptor এর সবুজ লাইট বন্ধ হয়ে যায় আর ল্যাপটপ এ power display দেখায় না এবং ল্যাপটপ চলে না আবার ব্যাটারি খুললে ল্যাপটপ প্লাগ অন করলে চলে।সমস্যা সমাধান কি?