আজ আমরা জানবো কম্পিউটারের শর্টকাট কমান্ড, কিবোর্ডের সকল শর্টকাট কমান্ড গুরুত্বপূর্ণ যেগুলো জানা থাকলে কম্পিউটারের প্রতিটা প্রোগ্রামে অনেক সহজে যেকোন কাজ করা যায়। কম্পিউটার শেখার কৌশল হলো এসব শর্টকাট কী জানা অতি গুরুত্বপূর্ণ বিষয়। কম্পিউটারের কিছু বিশেষ শর্টকাট কী গুলো ব্যবহার করে প্রতিটি কাজ খুব তাড়াতাড়ি এবং সহজে করতে পারি তাকে শর্টকাট কমান্ড বলা যায়। শর্টকাট কী গুলো প্রতিটা প্রোগ্রামে একই ভাবে কাজ করে। তাহলে চলুন জেনেনি গুরুত্বপূর্ণ সব কী বোর্ড শর্টকাট কমান্ড।
সূচীপত্র
কি বোর্ড কমান্ড কি :
কম্পিউটারের কিবোর্ড থেকে যেকোন প্রোগ্রামে সহজেই যে কমান্ড দেওয়া হয় তাকে কি বোর্ড কমান্ড বা শর্টকার্ট কী বলা হয়। উদাহারণ সরুপ কম্পিউটারের অনেক গুলো কিবোর্ড শর্টকাট কমান্ড নিচে দিয়েছি আশা করছি কমান্ড গুলো কাজে লাগবে এবং কম্পিউটারে আপনাদের কাজের গতি অনেক বাড়িয়ে দিবে।
কম্পিউটার কি বোর্ড পরিচিতি :
আধুনিক ডিজিটাল প্রতিটা ডিভাইসে কি বোর্ড থাকে যার মাধ্যমে সকল ডিভাইসের সিস্টেম ও প্রোগ্রাম নিয়ন্ত্রণ ও পরিচালন করা হয়ে থাকে। তেমনী কম্পিউটারেও কিবোর্ড সিস্টেম থাকে যার দ্বারা কম্পিউটারে বিভিন্ন কমান্ড দেওয়া হয় পরিচালানা করা হয়। নিচে কম্পিউটারে অনেক গুলা কিবোর্ড শর্টকার্ট কমান্ড দেওয়া হয়েছে।
এমএস ওয়ার্ডের প্রয়োজনীয় শর্টকাট:
1 | Ctrl +A | সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করতে হয়। |
2 | Ctrl+ Shift+ A | নির্বাচিত অংশকে Capital লেটার করতে হয়। |
3 | Ctrl+ B | নির্বাচিত লেখাকে Bold করতে হয়। |
4 | Ctrl+ C | নির্বাচিত লেখাকে Copy করতে হয়। |
5 | Ctrl+ D | Font সিলেক্ট করতে হয়। |
6 | Ctrl+ E | নির্বাচিত অংশকে Center করতে হয়। |
7 | Ctrl+ F | ফাইন্ড ডায়লগ বক্স আনতে হয়। |
8 | Ctrl+ Shift+ F | Font কি সামনে আনতে হয়। |
9 | Ctrl+ G | Go To ডায়লগ বক্স সামনে আনতে হয়। |
10 | Ctrl+ H | Replace ডায়লগ বক্স আনতে হয়। |
11 | Ctrl+ I | নির্বাচিত অংশকে Italic করতে হয়। |
12 | Ctrl+ J | নির্বাচিত অংশকে Justify করতে হয়। |
13 | Ctrl+ L | নির্বাচিত অংশকে বামে নিতে হয়। |
14 | Ctrl+ M | Tab কি কাজ করতে হয়। |
15 | Ctrl+ N | কোন নতুন ডকুমেন্ট খুলতে হয় |
16 | Ctrl+ O | ফাইল ওপেন করতে হয়। |
17 | Ctrl+ P | ডকুমেন্ট Print করতে হয়। |
18 | Ctrl+ Shift+ P | Font সাইজ কি নির্বাচন করতে। |
19 | Ctrl+ R | নির্বাচিত অংশকে ডানে নিতে |
20 | Ctrl+ S | ডকুমেন্ট সেভ করতে |
কিবোর্ডের সকল শর্টকাট কমান্ড :
21 | Ctrl+ Alt+ T | ™ চিহ্ন দেওয়ার জন্য |
22 | Ctrl+ U | কোন লেখা কে Underline করতে |
23 | Ctrl + Shift+ W | ওয়াল্ড Underline লাইন করতে |
24 | Ctrl+ X | নির্বাচিত অংশকে কাট করতে |
25 | Ctrl+ Y | রিডু করতে |
26 | Ctrl+ Z | আনডু করতে |
27 | Ctrl+ Shift + | নির্বাচিত অংশকে সুপারস্ক্রিপ্ট করতে 110 |
28 | Ctrl+ = | নির্বাচিত অংশকে সাবস্ক্রিপস করতে 110 |
29 | Ctrl+ ] | Font সাইজ বড় করতে |
30 | Ctrl+ [ | Font সাইজ ছোট করতে |
31 | UP Arrow | কার্সার এক লাইন থেকে উপরে যাবে। |
32 | Down Arrow | কার্সার এক লাইন থেকে নিচে যাবে। |
33 | Left Arrow | কার্সার এক লাইন থেকে বামে যাবে। |
34 | Right Arrow | কার্সার এক লাইন থেকে ডানে যাবে। |
35 | Ctrl+ | কার্সার এক লাইন থেকে পূর্ববর্তী শব্দে ফিরে যাবে। |
36 | Ctrl+ | কার্সার এক লাইন থেকে পরবর্তী শব্দে ফিরে যাবে। |
37 | Ctrl+ | কার্সার এক লাইন থেকে অনুচ্ছেদের প্রথমে ফিরে যাবে। |
38 | Ctrl+ | কার্সার এক লাইন থেকে পরবর্তী অনুচ্ছেদের প্রথমে ফিরে যাবে। |
39 | Home | কার্সার লাইনের শুরুতে যাবে। |
40 | End | কার্সার লাইনের শেষে যাবে। |
ডকুমেন্ট এর শর্টকাট কমান্ড :
41 | Ctrl+ Home | কার্সার ডকুমেন্টের শুরুতে যাবে |
42 | Ctrl+ End | কার্সার ডকুমেন্টের শেষে যাবে |
43 | Page Up | কার্সার ডকুমেন্টের প্রথমে যাবে |
44 | Page Down | কার্সার ডকুমেন্টের নিচে যাবে |
45 | Ctrl+ Pgup | কার্সার পূববর্তী পৃষ্ঠার শুরুতে যাবে |
46 | Ctrl+ Pgdn | কার্সার পূববর্তী পৃষ্ঠার শেষে যাবে |
47 | Ctrl+ Alt+ Pgup | কার্সার দৃশ্যমান অংশের শুরুতে যাবে |
48 | Ctrl+ Alt+ Pgdn | কার্সার দৃশ্যমান অংশের শেষে যাবে |
49 | Tab | টেবিল বা ছকের পরের ঘরে যাবে |
50 | Shif+ Tab | টেবিল বা ছকের পূর্ববর্তী ঘরে যাবে |
51 | Alt+ Home | টেবিল বা ছকের প্রথম ঘরে যাবে |
52 | Alt+ End | টেবিল বা ছকের শেষ ঘরে যাবে |
53 | Alt+ Pgup | ছকের কলামের প্রথম সেলে যাবে |
54 | Alt+ Pgdn | ছকের কলামের শেষ সেলে যাবে |
55 | Num Lock | গানিতিক সংখ্যার লিখার ইন্ডিকেটর লাইট |
56 | Print Screen | স্ক্রিন শর্ট নিতে |
57 | Scroll Lock | Scroll Indicator |
58 | Pause Break | প্রোগ্রাম পুশ করতে |
59 | Caps lock | বড় হতের লিখা করতে |
60 | Esc | গেমিং বা সিস্টেম প্রাগ্রাম কাটতে |
ফাংশন কি এর শর্টকাট ব্যবহার :
61 | F1 | Help |
62 | F2 | Rename selected object |
63 | F3 | Find all files |
64 | F4 | Opens file list drop-down in dialogs |
65 | F5 | Refresh current window |
66 | F6 | Shifts focus in Windows Explorer |
67 | F10 | Activates menu bar options |
68 | ALT+TAB | Cycles between open applications |
69 | ALT+F4 | Quit program, close current window |
70 | ALT+F6 | Switch between current program windows |
71 | ALT+ENTER | Opens properties dialog |
72 | ALT+SPACE | System menu for current window |
73 | ALT+¢ | opens drop-down lists in dialog boxes |
74 | BACKSPACE | Switch to parent folder |
75 | CTRL+ESC | Opens Start menu |
76 | CTRL+ALT+DEL | Opens task manager, reboots the computer |
77 | CTRL+TAB | Move through property tabs |
78 | CTRL+SHIFT+DRAG | Create shortcut (also right-click, drag) |
79 | CTRL+DRAG | Copy File |
80 | ESC | Cancel last function |
শর্টকাট কি বোর্ড এর ব্যবহার:
81 | SHIFT | Press/hold |
82 | SHIFT | insert CD-ROM to bypass auto-play |
83 | SHIFT+DRAG | Move file |
14 | SHIFT+F10 | Opens context menu (same as right-click) |
85 | SHIFT+DELETE | Full wipe delete (bypasses Recycle Bin) |
86 | ALT+U letter | Opens the corresponding menu |
87 | ARROW KEYS | move focus in documents, dialogs, etc. |
88 | CTRL+ > | next word |
89 | CTRL+SHIFT+ > | selects word |
90 | Ctrl + Home | Go to beginning of document |
91 | Ctrl + End | Go to end of current line |
92 | Shift + Home | Highlight from current position Start line |
93 | Shift + End | Highlight from current position to end of line |
94 | Ctrl + f | Move one word to the left at a time |
95 | Ctrl + g | Move one word to the right at a time |
96 | Alt + Tab | Switch between open applications |
97 | Alt +Shift + Tab | Switch backwards between open Applications |
98 | Alt+Print Screen | Create screen shot for current program |
99 | Ctrl + Alt + Del | Reboot/Windows® task manager |
00 | Ctrl + Esc | Bring up start menu Alt |
1 | Ctrl + Alt + B | কম্পিউটার কিবোর্ড টাইপিং করতে হয়। |
2 | Ctrl + Alt + V | বাংলা কিবোর্ড ইউনিকোড টাইপিং করতে। |
3 | Menu + L | কম্পিউটার লগঅফ করার শর্টকাট কী। |
4 | Ctrl + C | কম্পিউটারে কপি করার নিয়ম । |
5 | Ctrl + Alt + B | কম্পিউটার কিবোর্ড বাংলা টাইপিং। |
6 | Ctrl + Alt + V | অভ্রকিবোর্ড মোড পরিবর্তন করতে । |
7 | Ctrl + Alt + B | সহজ উপায়ে বিজয় বাংলা টাইপিং । |
8 | ALT+ F4 | কম্পিউটার বন্ধ করার শর্টকাট বক্স আসবে। |
শর্টকাট কী কমান্ড গুলো যদি আপনার ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভূলবেন না। আর আপনি যদি নতুন নতুন আরো কিবোর্ড শর্টকাট জানতে চা তাহলে নিচে কমেন্ট করুন।
অনেক হেল্প মূলক পোস্ট করার জন্য ধন্যবাদ
কমেন্ট করার জন্য ধন্যবাদ