সূচীপত্র
কম্পিউটারের হার্ডডিস্ক সমস্যা:
কম্পিউটারের স্থায়ী মেমোরীকে হার্ডডিস্ক বলা হয়। যার মধ্যে আমরা হাজার হাজার ফাইল ডকুমেন্ট সংরক্ষন করতে পারি। হার্ডডিস্ক যত বেশি মেগাবাইট হবে তার সংরক্ষন ক্ষমতা ততো বেশি হবে। কম্পিউটারের হার্ডডিস্ক মাঝে মাঝে ফল্ট হয় ফলে কম্পিউটারের হার্ডডিস্ক সমস্যা য় আমাদের অনেক সমস্যায় ভূগতে হয়। এজন্য হার্ডডিস্কের সমস্যা সম্পর্কে বেসিক ধারণা রাখতে পারলে তাৎক্ষনিক সমস্যা থেকে উদ্ধার পাওয়া সম্ভব। আজ আমরা হার্ডডিস্কের সমস্যা সম্পর্কে বেসিক ধারণা নিবো যেন আমাদের কোন সমস্যা হলে নিজেই ঠিক করতে পারি।
হার্ডডিস্কের সমস্যা সমূহ ও সমাধান:
অপারেটিং সিস্টেম বুট করতে পারছেনা:
- হার্ডডিস্কের ডাটা কেবল ঠিকমতো হার্ডডিস্কে এবং মাদারবোর্ডের স্লটে লাগানো আছে কি-না দেখতে হবে। দরকার হলে খুলে আবার লাগাতে হবে।
- হার্ডডিস্কের জাম্পার সেটিং পরীক্ষা করে দেখতে হবে। কারণ জাম্পার সেটিং সমস্যা থাকতে পারে।
- হার্ডডিস্কের পাওয়ার কেবল দেখতে হবে ঠিকমতো লাগানো আছে কি-না। কারণ পাওয়ার কেবল সমস্যার কারণে সিস্টেম বুট করে না।
- বায়োসে দেখতে হবে বুট সিকোয়েন্স ঠিক দেয়া আছে কি-না।কারণ বুট সিকোয়েন্স পরিবর্তন করা থাকতে পারে।
- হার্ডডিস্কের বুট সেক্টর নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে নতুন একটা হার্ডডিস্ক লাগিয়ে দেখতে হবে। তাহলে সমস্যার সমাধান পেয়ে যাবেন।
হার্ডডিস্ক কন্ট্রোলার ফেইলর:
হার্ডডিস্ক কন্ট্রোলারটি নষ্ট হয়ে থাকতে পারে। হার্ডডিস্ক ক্যাবল, কন্ট্রোলারের সহিত সঠিকভাবে লাগানো আছে কি-না তা দেখতে হবে। দরকার হলে তা খুলে আবার সঠিক ভাবে শক্ত করে লাগাতে হবে। কারণ অনেক সময় পাটা এবং সাটা কেবল কানেকশন লুজ হয়ে যায় ফলে হার্ডডিস্কের নানা সমস্যা শুরু হয়। পিসি পরিস্কার করার পর সব কানেকশন গুলো খুলে আবার ভালোভাবে লাগাতে হবে।
হার্ডডিস্ক বুট ফেইলর ইনসার্ট সিস্টেম ডিস্ক এবং প্রেস ইন্টার মেসেজ আসলে:
হার্ডডিস্কের পাওয়ার এবং কেবল কানেকশন লুজ হলে বা ঠিক মত না দিলে ডিসপ্লেতে এমন ম্যাসেজ আসে। তখন হার্ডডিস্কের কানেকশন গুলো ঠিকভাবে লাগাতে হবে। এছাড়াও হার্ডডিস্ক নষ্ট হলে এমন সমস্যা হয়। হার্ড ডিস্ক এবং সিডিরোমের জাম্পার কানেকশন মাস্টার হয়ে থাকতে পারে। এগুলো সব দেখার পরেও যদি না হয় তাহলে অন্য হার্ডডিস্ক পরিবর্তন করে দেখতে হবে।
হার্ডডিস্ক ও সিডিরোম বায়োসে পাচ্ছেনা
দেখতে হবে কম্পিউটারের হার্ডডিস্ক সমস্যা- হার্ডডিস্ক ও সিডিরোমে দুইটা মাস্টার করা আছে কি-না। কারণ একটার সমস্যা হলে অন্যটাও সাপোর্ট করে না। জাম্পার সেটিং ঠিক থাকলে, হার্ডডিস্কের ও সিডি রোমের ডাটা সংযোগ রেবন পরিবর্তন করে দেখতে হবে। অনেক সময় ডাটা কর্ডরে সমস্যা থাকতে পারে।
হার্ডডিস্কের আরো কিছু কমন সমস্যা
- উইন্ডোস দিতে গেলে সমস্যা করে।
- কম্পিউটারের প্রোগ্রাম রান করতে দেরি হয়।
- হার্ডডিস্ক ফরমেট নিতে চাইনা।
- অপারেটিং সিস্টেম ধীর গতি হয়ে যায়।
- হার্ডডিস্ক ফেইলর বা আন সাপোর্ট দেখায় ।
- হার্ডডিস্ক থেকে কোন কিছু ডিলিট করা যায়না।
- কপি পেস করা যায়না।
- পাটিশন ক্রেট করা যায়না।
সার্ভিসিং হলো টেকনিক্যাল কাজ তাই নিজের সমস্যা নিজেই টেকনিক খাটিয়ে সামাধান করার চেষ্টা করতে হবে। তাহলে আপনি খুব সহজে যেকোন বিষয় সার্ভিসিং করতে পারবেন। আরো বিস্তারিত জানতে নিচের ক্যাটাগরি দেখুন।
Amr kisu problem. Example :
1.To skip disk checking.
2.preparing automatic repair.
3.Preparing windows.
4.Your device ran into a problem.
5.Computer black screen not open.
6.Computer open very late.
Eta ki harddisk jonito problem?
Sir, Amr pc configuration..
ProcessorI3 4 th generation.
Ram-4GB.
HDD-500gb.
Motherboard -msi.
Ami ki graphics card chara sob dhoroner game khelte parbo?