কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে? কিভাবে সমাধান করবেন বুঝতে পারছে না? সাধারণত দুই ধরণের সমস্যা জনিত কারণে কম্পিউটার বারবার রিস্টার্ট হয়। যেমন- ১. হার্ডওয়্যার জনিত কারণ, ২. সফট্ওয়ার জনিত কারণ। যেকোন কম্পিউটার হঠাৎ বারবার রিস্টার্ট হলে যেভাবে ঠিক করতে হবে তার নিয়ম গুলো ধারাবাহিক ভাবে নিচে দেওয়া হয়েছে আপনি স্টেপ বাই স্টেপ পরীক্ষা করে সমস্যা খুজেঁ বের করে ঠিক করতে পারবেন।
সূচীপত্র
হার্ডওয়্যার জনিত সমস্যা
পাওয়ার সাপ্লাই
প্রথমে আপনার বাড়িতে বিদ্যুৎতের ভোল্টেজ ঠিক আছে কি-না পরীক্ষা করুন। দরকার হলে একট ভোল্টা মিটার লাগিয়ে নিন, দেখুন সব সময় ভোল্টেজ ২২০ থাকছে কি-না। যদি ভোল্টেজ বেশি ওঠা নামা করে বা লো ভোল্ট থাকে তাহলে টেকনিশিয়ান কে ডেকে ঠিক করে নিতে হবে অথবা বিদ্যুতের উঠানামার জন্য ইউপিএস ব্যবহার করতে হবে।
কুলিং ফ্যান
প্রসেসরের উপরে থাকা কুলিং ফ্যানের পা গুলো উঠে যেতে পারে যার কারণে প্রসেসর ঠিকমত কুলিং হচ্ছে না তাই ঠিক ভাবে লাগানো আছে কি-না দেখুন। প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি-না এবং সেটি শক্তভাবে প্রসেসরে লাগানো আছে কিনা তা পরীক্ষা করুন। প্রয়োজনে প্রসেসর ও কুলিং ফ্যান খুলে পরিস্কার করে নতুন ভাবে কুলিং প্রেস্ত দিয়ে আবার সেট করুন।
র্যাম মেমোরী
প্রয়োজনে র্যামটি খুলে অন্য স্লটে লাগিয়ে দেখতে হবে। কখনোই ভিন্ন ভিন্ন বাস স্পীডের র্যাম ব্যবহার করা যাবে না। সুতরাং আপনার মাদাবোর্ড সাপপোর্টড বাস স্পীডের র্যাম লাগানো আছে কি-না চেক করুন। দরকার হলে অন্য একটি র্যাম লগিয়ে দেখতে পারেন।
নতুন হার্ডওয়ার
যদি কোন কারণে আপনার পিসিতে নতুন হার্ডওয়্যার লাগিয়ে থাকেন। যেটা লাগানোর পর থেকে যদি সমস্যা করে, পিসি বারবার রিস্টার্ট নেয়, তাহলে বুঝতে হবে নিশ্চয় কোন সমস্যা আছে। সেক্ষেত্রে নতুন হার্ডওয়ারটি খুলে ফেলুন।
ধুলাবালি মুক্ত
কম্পিউটার বারবার রিস্টার্ট হলে পিসি খুলে ব্রাশ দিয়ে ঘষে ধুলা গুলো তুলে দিতে হবে। তারপর ব্লাওয়ার দিয়ে ভালো করে বাতাস মেরে সব ধুলা বের করে দিতে হবে। এটা করলে আপনার পিসির প্রায় অনেক সমস্যা ঠিক হয়ে যাবে। যেমন- কুলিং ফ্যানে অনেক ময়লা জমে ফ্যানের গতি কমে য়ায় ফলে কুলিং সিস্টেম ঠিক মত কাজ করেন যার কারণে পিসি বারবার রিস্টার্ট হতে থাকে। এজন্য কম্পিউটারের কেসিং এর ভেতরটা ধুলাবালি মুক্ত রাখুন।
সফট্ওয়্যার জনিত সমস্যা
সফট্ওয়্যার ইনস্টল
ইন্টারনেট থেকে বা কোন সিডি থেকে পিসিতে সফট্ওয়্যার ইনস্টল করার পর যদি কম্পিউটার বারবার রিস্টার্ট হয় বা বিশেষ কোনো সফটওয়ার ইন্সটল করার পর থেকে সমস্যাটি দেখা দেয় তাহলে সেটি মুছে ফেলতে হবে। যা কোনো বিশেষ অসামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার ইন্সটলের কারণে কম্পিউটার বারবার রিস্টার্ট হতে পারে। সফট্ওয়্যার সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
অপারেটিং সিস্টেম
কম্পিউটার বারবার রিস্টার্ট হলে খেয়াল করুন আপনার অপারেটিং সিস্টেমের সমস্যার জন্য জন্য কি এমন হচ্ছে? আসলে আমরা সব সময় ফ্রি ক্রাক অপারেটিং সিস্টেম উইন্ডোজ ব্যবহার করি যার কারণে কয়েক মাস পরে বিভিন্ন সমস্যার দেখা যায়। যেমন- ফাইল মিসিং, আপডেট, হ্যাং, রিস্টার্ট ইত্যাদি। সম্ভব হলে হার্ডওয়্যার খুলে অপারেটিং সিস্টেম লোড দিয়ে পিসি অন করে দেখুন। অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভাইরাস অ্যার্টাক
কম্পিউটারে ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আসলে আমরা অনেকেই জানিনা ভাইরাসের কারণে কি কি সমস্যা হতে পারে। আপনার পিসিতে কোন ভাইরাস ঢুকলে কম্পিউটার বারবার রিস্টার্ট হতে পারে। এজন্য কোন এন্ট্রিভাইরাস দিয়ে পিসি স্ক্যান করে দেখতে হবে কোন ম্যালওয়্যার ডিটেক্ট হচ্ছে কি-না। প্রয়োজনে এন্টিভাইরাস দিয়ে পুরো পিসি ভালো করে স্ক্যান করুন। ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এন্ট্রি ভাইরাস
অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটারে একাধিক এন্ট্রিভাইরাস ব্যবহার করে থাকি ফলে এন্টিভাইরাস সফট্ওয়্যার জনিত কারণে অনেক সমস্যা হয়ে যায় যেমন- পিসি হ্যাংক করে কম্পিউটার বারবার রিস্টার্ট হয়, কম্পিটার ভারি হয়ে যায় ইত্যাদি। এজন্য ভূলেও একাধিক এন্টিভাইরাস পিসিতে ইন্সটল করবেন না। এন্টিভাইরাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এখানে অনেক কিছু শিখুন:
- কম্পিউটার চালু হচ্ছে না? কিভাবে ঠিক করবেন জেনেনিন
- মাদারবোর্ড কি কাকে বলে, কত প্রকার, মাদারবোর্ড পরিচিতি
- উইন্ডোজ 7 সেটআপ দেয়ার নিয়ম, সব উইন্ডোজ ইনস্টল পদ্ধতি
- হার্ডডিস্ক পার্টিশন করার পদ্ধতি ও ফরম্যাট করার নিয়ম শিখুন
- কম্পিউটারের শর্টকাট কমান্ড, কিবোর্ডের শর্টকাট কমান্ড শিখুন
- কম্পিউটার হার্ডওয়্যার কি, মাদারবোর্ড এর কয়টি অংশ কি কি
- বায়োস কি কাজ কি পূর্ণরূপ, বায়োসে কিভাবে প্রবেশ করতে হয়
- মাইক্রোসফট্ অফিস শেখার সহজ উপায়, অ্যাপ্লিকেশন কোর্স
- কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কি কি, মেমরির প্রকারভেদ
- অপারেটিং সিস্টেম কত প্রকার কি, অপারেটিং সিস্টেমের কাজ কি
- সফট্ওয়্যার এর প্রকারভেদ, সফট্ওয়্যার কত প্রকার কি কি
- কম্পিউটার এর প্রকারভেদ, ডিজিটাল কম্পিউটার কয় প্রকার কি
ল্যাপটপ বারবার বন্ধ হয়ে যাচ্চে উপরের নিয়মে কি ল্যাপটপ ঠিক হবে?
প্রায় একই সিস্টেমে দেখতে পারেন
অনেক শিক্ষনীয় বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ
স্বাগত