কম্পিউটার চালু হয়ে নিজেই নিজে বন্ধ হয়ে গেলে বুঝতে হবে কম্পিউটারে হার্ডওয়্যার জনিত সমস্যা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হতে পারে যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন। বেশির ভাগ ক্ষেত্রে এসমস্যা প্রসেসর ওভার হিটিং এবং অতিরিক্ত গরম আবহাওয়ার সময় হয়ে থাকে। সুতরাং নিচের নিয়মে পরীক্ষা করে কম্পিউটার চালু হয়ে নিজেই বন্ধ হলে ঠিক করে নিতে পারেন।
কম্পিউটার বন্ধ হওয়ার কারণ:
সাধারণত প্রসেসর এর কুলিং ফ্যানের সমস্যা জনিত কারণে ওভার হিটিং হয়ে কম্পিউটার চালু করার কয়েক মিনিট পর নিজে নিজে বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে নিচে উল্লেখ করা হলো:
১. মাদারবোর্ডে প্রসেসর এর কুলিং ফ্যান শক্ত ভাবে বসানো আছে কি-না চেক করতে হবে। যদি কোন লুজ থাকে বা প্রসেসর থেকে একটু চেড়ে যায় তাহলে ঠিক মত প্রসেসর কুলিং হবে না, ফলে পিসি কিছুক্ষণ চলার পর গরম হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায়।
২. কম্পিউটার এর প্রসেসর ও কুলিং ফ্যানের মাঝে থাকা থার্মাল পেস্ট ক্ষয়ে গিয়েছি কি-না দেখতে হবে। দরকার হলে নতুন ভাবে কুলিং পেস্ট প্রসেসরে উপরে লাগিয়ে কুলিং ফ্যান বসাতে হবে। ৫০-১০০ টাকার মধ্যে কুলিং পেস্ট কম্পিউটারের দোকানে পাওয়া যাবে।
৩. কুলিং ফ্যান ঠিক মত ঘুরছে কি-না দেখতে হবে। ফ্যানে জমে থাকা ধুলো ভালো ভাবে পরিস্কার করতে হবে, ধুলাবালি পরিস্কাররের জন্য এয়ার ব্লোয়ার বাতাস মারা মেশিন ব্যবহার করতে হবে। যদি কুলিং ফ্যানের গতি কমে যায় বা ফ্যান চলতে চলতে আটকে যায় তাহলে সেটা পরিবর্তন করতে হবে। ২০০ থেকে ৭০০ টাকার মধ্যে বাজারে কুলিং ফ্যান পাওয়া যাবে।
ওভার হিটিং সমস্যার লক্ষণ:
- কম্পিউটার চালু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ বন্ধ হয়ে যাবে।
- বন্ধ হলে সাথে সাথে চালু হবেনা, একটু ঠান্ডা হলে চালু হবে।
- কুলিং ফ্যান লুজ হয়ে থাকতে পারে হাত দিয়ে দেখতে হবে।
- প্রসেসরে কুলিং পেস্ট থাকবে না ফ্যান খুলে দেখতে হবে।
- ঘরের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি ৩৫ ডিগ্রি এর বেশি হলে।
ল্যাপটপ ওভার হিটিং সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
কম্পিউটার সার্ভিসিং কোর্স করুন
- কম্পিউটারের ডিসপ্লেতে কিছু আসছে না? ঠিক করার নিয়ম
- কম্পিউটার চালু হচ্ছে না? কিভাবে ঠিক করবেন জেনেনিন
- কম্পিউটার বারবার রিস্টার্ট হচ্ছে? কিভাবে ঠিক করবেন জানুন
- মাদারবোর্ড কি কাকে বলে, কত প্রকার, মাদারবোর্ড পরিচিতি
- উইন্ডোজ 7 সেটআপ দেয়ার নিয়ম, সব উইন্ডোজ ইনস্টল পদ্ধতি
- হার্ডডিস্ক পার্টিশন করার পদ্ধতি ও ফরম্যাট করার নিয়ম শিখুন
- কম্পিউটারের শর্টকাট কমান্ড, কিবোর্ডের শর্টকাট কমান্ড শিখুন
- কম্পিউটার হার্ডওয়্যার কি, মাদারবোর্ড এর কয়টি অংশ কি কি
- বায়োস কি কাজ কি পূর্ণরূপ, বায়োসে কিভাবে প্রবেশ করতে হয়
- মাইক্রোসফট্ অফিস শেখার সহজ উপায়, অ্যাপ্লিকেশন কোর্স
- কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কি কি, মেমরির প্রকারভেদ
- অপারেটিং সিস্টেম কত প্রকার কি, অপারেটিং সিস্টেমের কাজ কি
- সফট্ওয়্যার এর প্রকারভেদ, সফট্ওয়্যার কত প্রকার কি কি
- কম্পিউটার এর প্রকারভেদ, ডিজিটাল কম্পিউটার কয় প্রকার কি
আমার পিসিতে ফ্যানের সমস্যা ছিলো কিছুক্ষণ চলারপর ফ্যান ধির গতি হলে বন্ধ হয়ে যেত
কমেন্ট এর জন্য ধন্যবাদ